Tuesday, February 17, 2015

আনলিমিটেড ফ্রী ইন্টারনেট (Working on রবি সিম)

আজকে আমি শেয়ার করব কিভাবে Your Freedom দিয়ে আনলিমিটেড ইন্টারনেট চালাবেন ৷ আশা করি এই পোস্ট টি পড়ার পর আপনিও ফ্রী ইন্টারনেট চালাতে পারবেন ৷

প্রথমে একটি বিষয় পরিস্কার করে বলতে চাই, সবাই জানেন যে, বাংলাদেশের কোন অপারেটরের-ই আনলিমিটেড ইন্টারনেটের কোন প্যাকেজ নাই ৷ যদিও অপারেটররা আনলিমিটেড প্যাকেজের বিজ্ঞাপন দিয়ে থাকে, আসলে এগুলো আনলিমিটেড না ৷ নির্দিষ্ট কিছু ডাটা ব্যবহার করার পর স্পিড একেবারে কমিয়ে দেয় ৷ যারা ঐসব আনলিমিটেড প্যাকেজ ইউজ করেছেন, তারা ভালভাবেই জানেন ৷ আর এসব প্যাকেজের যে চড়া দাম তা তো সবাই জানি ৷

তাই আজকে আমি যে ট্রিকসটি শেয়ার করব সেটা দিয়ে সারামাস ফ্রীতে জেনুইন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ৷ সব এপসে চলবে ৷ Live TV, Play Store, Skype, Whatsapp সহ সব এপস নরমালি ইউজ করতে পারবেন ৷ এতে কোন FUP বা Fair Usage Policy নেই ৷ পুরাই আনলিমিটেড !

যেহেতু বর্তমান যুগে সবাই এন্ড্রুয়েড মোবাইল ব্যবহার করেন এবং এন্ড্রুয়েডেই নেট ইউজ করতে কমফর্টেবল ফিল করেন, তাই আমি এন্ড্রুয়েড সেটেই নেট ইউজ করার ট্রিকসটি দিব ৷ (PC এর ট্রিকসটি আপাতত শেয়ার করছি না ৷) আমরা এজন্য একটি ভিপিএন এপসের সাহায্য নেব ৷ আর এই এপস টির নাম হল Your Freedom. আর অপারেটর হিসেবে বেছে নেব Robi ৷


প্রথমেই Play Store অথবা এই লিংক থেকে Your Freedom এপটি ডাউনলোড করে আপনার এন্ড্রুয়েড মোবাইল বা ট্যাবে ইন্স্টল করুন  এবং এপটি চালু করুন, তাহলে নিচের মত একটি আসবে ৷


১) OK চাপুন




২) Configure এ ক্লিক করে চেপে ধরুন, তাহলে নিচের ছবির মত আসবে






৩) Server Connection এ Click করুন







৪) এখানে কিছু পরিবর্তন করতে হবে ৷
Your Freedom Server এ ems03.your-freedom.de অথবা ems19.your-freedom.de
Connection mode এ DNS এবং Port: 53

 

নিচের দিকে যান
FTP mode: passive
SSL protocol version: any
DNS max tx interval: 100
DNS min tx interval: 4444
DNS Domain: option #2




মোবাইলের Back button চেপে Your Freedom এর ১ম পেজে চলে আসুন
৫) মোবাইলের ডাটা কানেক্শন অন করে Start Connection এ ক্লিক করুন




নিচের ছবির মত আসবে
৬) I trust this application এ টিক চিন্হ দিয়ে OK চাপুন, তাহলে ৪-৫ সেকেন্ডের মধ্যে এটা Active হয়ে যাবে ৷




সবকিছু টিক থাকলে নিচের ছবির মত আসবে ৷
মোবাইলের Notification Bar এ দুইটা চিন্হ আসবে, একটা চাবির চিন্হ আর একটা Your Freedom এর চিন্হ ৷ আর নিচে Uplink ও Downlink এ স্পিড দেখাবে 64.0k




আর Notification bar টেনে উপর থকে নিচে নামালে নিটের ছবির মত দুইটি Notification দেখাবে ৷

সব টিক থাকলে মোবাইলের হোম বাটন টেপে Your Freedom এপসটি Minimize করে সব ধরনের ব্রাউজার ও এপসে ফ্রী নেট চালাতে থাকুন ৷


যদি আপনি কোন একাউন্ট ছাড়া বা ফ্রী একাউন্ট দিয়ে ব্যবহার করেন তবে আপনি স্পিড একদম কম পাবেন ৷ স্পিড পেতে হলে অবশ্যই আপনাকে অল্প কিছু টাকা দিয়ে একাউন্ট কিনতে হবে ৷

একাউন্ট কিনতে নিচের নাম্বারে যোগাযোগ করুন
যারা সিলেটে থাকেন তারা সরাসরি দেখা করেও একাউন্ট কিনতে পারবেন ৷
বিস্তারিত : 01721681351 (Whatsapp এ মেসেজ দিন )



Premium Account যেভাবে ব্যবহার করবেন

১ম ধাপ:

২য় ধাপ:
৩য় ধাপ:
এখানে Username & Password টাইপ করে Back বাটন চেপে ১ম পেজে আসুন ৷
এবার আগের মত Start connection চেপে কানেক্ট করুন ৷ তারপর এটি মিনিমাইজ করে ফুল স্পিডে ফ্রী নেট চালাতে থাকুন ৷

আরো বিস্তারিত জানতে ফোন করুন    ০১৭২১৬৮১৩৫১ (Whatsapp)




4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. pc তে কিভাবে ব্যবহার করতে পারি?

    ReplyDelete
  3. pc তে কিভাবে ব্যবহার করতে পারি?

    ReplyDelete
    Replies
    1. Good question.
      There is also pc software available.
      I am currently not sure, whether the app still working or not. Try yourself

      Delete